বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনার সাবেক সেই ডিসি ওএসডি

বরগুনার সেই সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এক নারীর সঙ্গে সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানের ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ তিনটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান ভুক্তভোগী নারী। গত ৭ আগস্ট সেই নারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এ নোটিশ পাঠান। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা থাকলেও কোনো জবাব দেননি সাবেক ডিসি হাবিবুর রহমান।

এ বিষয়ে ভুক্তভোগীর আইনজীবী মহিউদ্দীন তখন বলেন, ‘বিয়ের কথা বলে ভুক্তভোগী নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সাবেক ডিসি হাবিবুর রহমান। কিন্তু পরে তিনি বিয়ে করতে রাজি হননি। ফলে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো জবাব দেননি তিনি। এ কারণে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব।’

বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর হাবিবুর রহমান বরগুনার ডিসি হিসেবে যোগদান করেন। আড়াই বছর পর ২০২৩ সালের ৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরিয়ে উপসচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। তিনি নবাগত জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছে ৩০ জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। ৪ সেপ্টেম্বর উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতিও পেয়েছেন হাবিবুর রহমান।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যাচ্ছে, ‘দুই দিন পর্যন্ত তোমার এত ফোন আসে। ভালোভাবে তোমার সঙ্গে কথাও বলা যায় না। ডিসির হাতে একটি অপো টাচ ফোন।’ দ্বিতীয় ভিডিওতে হাসি-তামাশা করে ওই নারীর কপালে চুমু দিতে দেখা যায়। পাশাপাশি লাল কভার বালিশে শুয়ে গল্প করছেন তারা। তৃতীয় ভিডিওটি হালকা অন্ধকারে। সেখানে অন্তরঙ্গ পরিবেশ। আনন্দ-ফুর্তির শব্দ শোনা যায়।

জানা যায়, ওই নারীর স্বামী ছিলেন একজন পাইলট। তার একটি মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর ডিসির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। ডিসি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছেন। ঘুরেছেন দুজন বিভিন্ন দর্শনীয় স্থানে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ