শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে, হতাহতের শঙ্কা

রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়েছে। দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে। এছাড়া এলাকার আশপাশ থেকে জড়ো হওয়া লোকজনও উদ্ধারকাজে সহযোগতিা করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় বনশ্রীতে মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যাওয়ার খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ