রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে অকষ্মিক ঝড়ে ৬টি মাছধরা ট্রলার ডুবি, ১১২ জেলে উদ্ধার, ৪ ট্রলার নিখোঁজ

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারনে অকষ্মিক ঝড়ের কবলে পড়ে ১১২ জন জেলে নিয়ে ৬টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় পাশে থাকা অন্য মাছধরা ট্রলার ও কোষ্টগার্ডের সহায়তায় সাগরে ভাসমান ১১২ জেলে উদ্ধার হলেও এখনও চারটি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে। সমুদ্র থেকে উপকূলে ফিরে আসা ডুবে যাওয়া ট্রলারের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডুবে যাওয়া ট্রলারের জেলেরা জানান, ২৪ জেলে নিয়ে এফবি ঝুমাইশা মনি, ২৫ জেলে নিয়ে এফবি আল্লাহর দান, ১৫ জেলে নিয়ে এফবি মা-বাবার দোয়া, ১৯ জেলে নিয়ে এফবি বিসমিল্লাহ-১, ১২ জেলে নিয়ে এফবি বিশ্বাস, ১৭ জেলে নিয়ে এফবি দিদার অকষ্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের খাজুরা মোহনা ও পূর্ব বঙ্গোপসাগরের হাইরের চর এক নং বয়া এলাকায় ডুবে যায়। এদের মধ্যে খাজুরার মোহনায় ডুবে যাওয়া দুইটি ট্রলারের সন্ধান মিললেও এখনো ৪টি ট্রলার নিখোঁজ রয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ৬টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ