শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারী ভাতা ভোগীরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারী ভাতা ভোগীরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ তাকে আবারও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার অঙ্গীকার করেছেন।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী ভাতা ভোগীদের মত বিনিময় সভায় তারা এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বয়স্ক ভাতা ভোগী আমরুল ইসলাম বলেন,’ আমি নিয়মিত বয়স্ক ভাতা পাচ্ছি। আগে ব্যাংক থেকে ভাতার টাকা পেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগতো। এখন মোবাইলে ঘরে বসে ভাতার টাকা পাচ্ছি। এতে আমার পরিবার যথেষ্ট উপকৃত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আমি এ সুবিধা পাচ্ছি।’ অপর বয়স্ক ভাতা ভোগী রশ্নি বেগম বলেন, ‘শেখ হাসিনার কারণে আমরা বয়স্ক ভাতা পাচ্ছি। আমরা আগামী দিনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চাই।’

মাতৃত্বকালীন ভাতা ভোগী রেখা রানী বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যার কারণে আমি প্রতি মাসে ভ্রাতৃত্বকালীন ভাতা পাচ্ছি। এতে আমিও আমার শিশু ভালো আছি। তাই সকল মা ও শিশুদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর নিজের যোগ্যতা ও দুরদর্শী পরিকল্পনার জন্য বিশ্বের একজন অনুকরনীয় রাষ্ট্রনায়কে পরিনত হয়েছেন। তিঁনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে অবস্থান নিয়ে ইসরাইলকে ফিলিস্তিনের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন। আর জামায়াত-বিএনপি দেশের মানুষের উপর আগুন সন্ত্রাস, বোমা হামলা চালিয়ে ইসরাইলের মত বর্বরতা চালাচ্ছে।’

এমপি মহিব আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। তিঁনি উন্নয়ন, সুশাসন, গনতন্ত্র ও স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো।’

একই দিন বিকেলে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে ক্ষুদ্র নারী উদ্দোক্তাদের পুরস্কার বিতরন, জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিক্ষা পদক-২০২৩ এর পুরস্কার প্রদান এবং সরকার কর্তৃক প্রনীত শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মহিব ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ