সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সিলেট জেলা সোসাইটির শ্রদ্ধা নিবেদন

আজ (১৫ আগষ্ট) ২০২৩ সিলেট জেলা সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সরকারের সাবেক সচিব এ এম বদরুদ্দোজা, সহ সভাপতি সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, সাধারন সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন।

উল্লেখ্য সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারা অব্যহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহন, মেধা বিকাশ এবং তারুন্যকে প্রগতিশীলতার পক্ষে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার বাসিন্দাদের সম্পৃক্ত করে সম্প্রতি সিলেট জেলা সোসাইটির অভিযাত্রা শুরু হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সোসাইটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় অবিচল থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ