মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচন করার সিদ্ধান্তে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা

সবকিছু ছাপিয়ে বগুড়ার সবর্ত্র এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বাস ও আনন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দুই কান্ডারির বগুড়া থেকে অংশ গ্রহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ ও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলি-শাজাহানপুর) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া- ৬ সদর আসন থেকে নির্বাচন করছেন। এর মধ্যে তারেক রহমান এবারই প্রথম বগুড়া-৬ সদর আসন থেকে র্নির্বাচনে অংশ নিচ্ছেন। এনিয়ে স্বভাবতই বিষয়টি সবার আগ্রহের বিশেষ স্থান করে নিয়েছে। জেলার আরো ৪টি নির্বাচনী আসনে দলীয় প্রার্থীর চুড়ান্ত মনোননয়ন ঘোষণা হওয়ায় নির্বাচনী নির্বাচনী হাওয়ার গতি বাড়িয়ে দিয়েছে। তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা দেয়া হয়নি। বিএনপি’র দলীয় মনোনয়ন ঘোষনায় জেলার অন্য আসনের মধ্যে ৩টিতেই এবার পুরাতন ও অভিজ্ঞতা অগ্রাধিকার পেয়েছে। এরা হলেন-বগুড়া-১ আসনে(সারিয়াকান্দি-সোনাতলা) সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩(আদমদিঘী-দুপচাঁচিয়া) আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম) সাবেক এমপি মোশারফ হোসেন ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ। এই ৪ আসনের মধ্যে বগুড়া-৩ আসনে শুধু মুহিত তালুকদার নতুন মুখ।
বগুড়ার ৭ টি নির্বাচনী আসনের মধ্যে বগুড়ার কোন আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এনিয়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আগ্রহের মাত্রা একটু বেশি ছিলো। আর সোমবার দলীয় মনোনয়নের প্রার্থী তালিকা ঘোষণার পর এ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান হওয়ায় নেতাকর্মীদের মধ্যে এখন শুধু চলছে আনন্দ উল্লাস। সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রের্কড পরিমান ভোটে বিজয়ী করে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত গড়তে চান নেতাকর্মীরা। এমন বক্তব্যই উঠে এসছে প্রত্যেকের অভিব্যক্তি ও বক্তব্যে। নেতাকর্মীরা চান প্রতিটি ভোটারের কাছে ধানের শীষ প্রতিক ও ৩১ দফা নিয়ে পৌঁঁছাতে। ১৯৯১ থেকে লাগাতর ৫ বার বগুড়া সদর আসন(৬) ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভুমি বগুড়া ৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আসছেন বেগম খালেদা জিয়া। প্রতিবারই এই আসন ২টিতে জনগণ তার ওপরই আস্থা রেখেছেন। এবার বগুড়া সদর আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশ গ্রহনের সিদ্ধান্ত যেন, নতুন দিনের পথে এগিয়ে যাওয়ার আহবান। এ নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছাসও বেশি।

বগুড়া-৬ ও বগুড়া ৭ নির্বাচনী আসন থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অংশ গ্রহনের বিষয়টি সোমবার ছড়িয়ে পড়ে তুমুল গতিতে। এর পরেই সন্ধ্যা থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে স্বাগত জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগি দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। বগুড়া- ৭ নির্বাচনী এলাকাতেও কয়েকদফা আনন্দ মিছিল বের হয়। বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের দলীয় প্রার্থী মোশারফ হোসেন জানান, বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন এবং বগুড়া সদর আসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র প্রতিটি নেতাকর্মী সর্মথকদের জন্য আনন্দ ও গৌরবের। এটি সাধারণ মানুষের নিকটও আনন্দের। তিনি আশা করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন এবং আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া থেকেই দেশকে নেতৃত্ব দিবেন। বগুড়ার মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান। তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া থেকে রেকর্ড পরিমান ভোট পাবেন যা এর আগে হয়নি, এমনই প্রত্যাশা করছেন তারা। আর বগুড়া ৭ আসন থেকে বেগম জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি জানার পরপরেই বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ নারী পুরুষ উচ্ছাসে মেতে উঠেন। গাবতলি উপজেলা বিএনপি’র সভাপতি মোর্শেদ মিল্টন জানান, বিগত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবার বিএনপি চেয়ারপারসন বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ায় গাবতলি শাজাহানপুর নির্বাচনী এলাকার মানুষ খুশি। তারা আশা করেছেন আগের চেয়ে সর্বোচ্চ ভোটে বেগম খালেদা জিয়া জয়লাভ করবেন। তারা এ নিয়ে কাজ করছেন। নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। গাবতলি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম জানান, নির্বাচনী এলাকায় কয়েক দফায় মিছিল হয়েছে। বিএনপি চেয়ারপাসনকে আবার ভোট দিতে পারবে এই আনন্দে সাধারণ ভোটাররা আনন্দিত বলে তিনি জানান। এটি গাবতলি বাসীর অনেক বড় প্রাপ্তি এবং বেগম জিয়ার পক্ষে আনন্দ মিছিল ও ধানের শীষের ভোট চাওয়া তারা শুরু করেছেন। এদিকে বগুড়া- ২ আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণা না হওয়ার বিষয়টি বগুড়ায় আলোচনা চলছে। এই আসনটিতে বিএনপি’র আন্দোলনের মিত্র নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ বিষয়ে কোন মন্তব্য না করে জানান এটি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়। অপর দিকে বিএনপি’র পক্ষে এই আসনে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করে নির্বাচনী মাঠে থাকা মীর শাহে আলম জানিয়েছেন তাকে ভোটের মাঠে ধানের শীষ নিয়ে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এখন পর্যন্ত তাকে সরে যেতে বলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ