সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় এনসিপির সভাস্থলে ককটেল বিস্ফোরন, চক্রান্তকারীদের আস্ফালন: সারিজস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের আস্ফালন দেখা যাচ্ছে। তিনি সর্তকর্তা উচ্চারণ করে বলেন, এখনই যদি তারা এতোখানি আস্ফালন করতে পারে তা হলে নির্বাচানকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার চেস্টা করবে।

অর্ন্তবতী সরকারকারের উদ্দেশ্যে বলেন ফ্যাসিস্ট ও তাদের দোসর চক্রান্তকারীদের আস্ফালন বন্ধ করতে হবে।

সোমবার বিকালে তিনি বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সমন্বয় সভায় যোগ দেন। এসময় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে ককটেল হামলা হয়। ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি। সভা শেষে তিনি এই হামলার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকাতে এনসিপি জেলা কার্যালয় উদ্বোধন ও বক্তব্য রাখেন।

দলীয় কার্যলয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন ও বক্তব্য দেন। তিনি এনসিপিকে দলীয় প্রতিক শাপলা না দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, এক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ ও বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছেন। তিনি বলেন আমার এই নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছিনা। আমরা আশা করছিলাম নির্বাচন কমিশন তাদের স্বাতন্ত্রতা বজায় রেখে মেরুদন্ড সোজা রাখবে। কিন্তুু কোন আইনগত বাধা না থাকলেও আমাদের সঙ্গে(এনসিপি) স্বেচ্ছাচারিতা আচরণ করছে।

নির্বাচন কমিশন তাদের স্বকীয়তা ধরে রাখতে পারছেনা বলে মন্তব্য করে বলেন, এই নির্বাচন কমিশনারের ওপর আগামী নির্বাচনে এনসিপি আস্থা রাখবে না। তিনি বলেন আগামীর সংসদে তরুণরা যদি সংসদের প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব না। যারা জুলাই সনদ বাস্তবায়ন, খুনীদের বিচারে কাজ করবে, এনসিপি তাদের সঙ্গে কাজ করবে। সংস্কার ও বিচারের জন্য এনসিপি সবসময় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে, আগামীতেও করবে। জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনগত ভিত্তি প্রশ্নে অন্যরা এক পথে গেলেও এনসিপি জনগনের প্রশ্নে আপোষহীন থেকে সনদের আইনগত ভিত্তির নিশ্চিয়তা চেয়েছে। যতক্ষন এর নিশ্চিয়তা না পাওয়া গেছে এনসিপি এতে স্বাক্ষর করবে না।

তিনি বলেন সামনে আরো একটি আন্দোলন করতে হবে সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। দুটি গুরুত্পুর্ণ সেক্টর স্বাস্থ্য ও শিক্ষা দুর্ণীতির তীর্থভুমি হয়ে উঠেছে। তিনি বলে বিএনপি বিএনপি ও জামায়াত কেউই একক ভাবে নেতৃত্ব দিতে পারবে না। এনসিপিকে রাজপথে যেমন লাগকে সংসদেও প্রয়োজন। এনসিপি বগুড়া কার্যালয়ের উদ্বোধনের পরে সারজিস আলম বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দলের সমন্বয় সভায় যোগ দান করনে।

ককটেল হামলাঃ দলীয় সমন্বয় সভা শুরুর পর বিকাল ৪ টার কিছু আগে হঠাৎ করে বগুড়া জেলা পরিষদ মিলনায়তন চত্বরে ককটেল বিস্ফোররণ হয়। এতে উত্তেজনা ছড়িযে পড়ে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান ২টি ককটেল নিক্ষেপ হলে একটি মিলনায়তনের বাইরে জেলা পরিষদের চত্বরে বিস্ফোরণ হয়। কেউ আহত হননি। তিনি জানান হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এই ককটেল বিস্ফোরনের জন্য এনসিপি নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসরদের দায়ি করেন। হামলার প্রতিবাদের এনসিপি বিক্ষোভ করে। এই ককটেল হামলার পরেই আইনশৃংখলাবাহিনী সদস্যরা আরো সর্তক অবস্থান গ্রহন করেন।

সভা শেষে সারজিস আলম যাওয়ার পথে সাংবাদিকদের এই হামলার প্রতিক্রিয়ায় বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশ জনগন একটি অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। এক্ষেত্রে অর্ন্তবর্তী সরকারকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, জড়িতদের মুখোশ উন্মেচন করতে হবে। এক্ষেত্রে নিরাপত্তা সংশ্লিস্টদের প্রয়োজনীয় তৎপরতা না থাকার বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি বলেন ফ্যাসিস্টদের দোসররা কিভাবে চক্রান্ত করছে তা বের করতে হবে। এ প্রসঙ্গে তিনি বিমানবন্দরে অগ্নিকান্ডের বিষয়টি তুলে ধরে বলেন, এটি চক্রান্ত ষড়যন্ত্রের অংশ। সরকারের নিকট অনুরোধ রাখবো নিরাপত্তা সংশ্লিস্ট বাহিনীকে শক্তিশালী নির্দেশনা দিতে হবে, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আস্ফালন বন্ধ করতে হবে। অন্যথায় তাদের দায় অর্ন্তবর্তী সরকারতে বহন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ