বগুড়ার গাবতলি উপজেলায় খামার থেকে মুরগী চুরি সহ পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তরিকুল ইসলাম ভুট্টো(৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় দু পক্ষের মধ্যে মারপিট হয়। এঘটনায় অপর পক্ষের স্বাধীন(১৯) নামে এক জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ সৌরভ(২১) ও সজীব হোসেন(২২) নামে ২ জনেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে উপজেলার দুগাহাটা ইউনিয়নের কিত্তনিয়া গ্রামের তরিকুল ইসামের আত্মীয়ের মুরগীর খামার থেকে বেশ কয়েক মাস আগে মুরগী চুরি হয়। এঘটনায় মামলা দায়ের হয়। এতে দু’পক্ষের মধ্যে বিরোধ বাধে। এছাড়া বিবাদমান পক্ষের মধ্যে জমি নিয়েও বিরোধ ছিলো। এ নিয়ে ইতোপুর্বে দু’পক্ষের মধ্যে মারপিটও হয়। রবিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে স্বাধীন বাড়ি ফিরছিলেন। এসময় কিত্তনিয়া বাজারের স্বাধীনের মুদি দোকানের সামনে তার ওপর হামলা হয়। হামলাকারীরা তাকে উপর্যপরী কোপায়। এসময় মারপিটে প্রতিপক্ষের স্বাধীনও আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে তরিকুল ইসলাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তরিকুকুল ওই এলাকার আনোয়ারুল ইসলাম সাজুর ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রী।
এব্যাপারে গাবতলি থানার ওসি সেরাজুল হক সোমবার জানিয়েছেন, নিহত ব্যক্তির ছেলে খালেদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে। পুর্ব মুরগীচুরিসহ পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটে।







