বগুড়ার কাহালু উপজেলায় সৎ ছেলের হাতে খুন হয়েছে মিলন ওরফে টাইগার মিলন(৩৮) নামে এক ব্যক্তি। এঘটনায় পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী মেঘলা বেগম(৪৬) ও ছেলে শামিম হোসেনকে(২২) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মিলন কয়েক বছর আগে মেঘলা বেগমকে বিয়ে করেন। আগের পক্ষের সন্তান রয়েছে মেঘলার। সে মিলনের তৃতীয় স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধে বাকবিতন্ডার এক পর্যায়ে সৎ ছেলে শামিম হোসেন বাবা মিলনকে লাঠি দিয়ে মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাতে বগুড়া শহীদ জিয়াউর রাহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এঘটনার পরেই পুলিশ অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত শামিম হোসেন ও তার মা মিলনের স্ত্রী মেঘলা বেগমকে গ্রেফতার করে। কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার সৎ ছেলে শামিমের লাঠির আঘাতে পারিবারিক বিরোধে মিলনের খুন হওয়ার বিষয়টি জানিয়ে বলেছেন এঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।










