বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার নন্দীগ্রামে আগুনে পুড়ে ভস্মীভূত কৃষকের পাঁচটি খড়ের পালা

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষকের পাঁচটি খড়ের পালা পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকদের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মধ্যপাড়ার আমিনুল ইসলামের ১৭ বিঘা জমির তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৭ বিঘা জমির খড় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে তার আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একইপাড়ার মোকছেদ আলীর একটি খড়ের পালায় ও ইসমাইল হোসেনের একটি খড়ের পালায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে তাদের ৫০ হাজার টাকার ক্ষতি হয়। ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, আমরা জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের আসতে আসতে খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এখন গরুগুলোকে কি খাওয়াবো? আমার আনুমানিক এক লক্ষ টাকা এবং মোকছেদ আলী ও ইসমাইল হোসেনের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। কেউ আভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ