রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রোববার ফ্লোরিডায় তার গল্ফ মাঠে গল্ফ খেলার সময় অজ্ঞাত বন্দুধারীর হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এদিকে এফবিআই বলেছে, আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি নিরাপদ এবং অক্ষত আছেন।
গোয়েন্দা সংস্থার এজেন্টরা জানিয়েছেন, ট্রাম্পের গল্ফ কোর্স থেকে কয়েকশ’ গজ দূরে ঝোপের মধ্যে থেকে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় গোয়েন্দা সংস্থার এক বা একাধিক সদস্য ‘বন্দুকধারীর ওপর গুলি বর্ষণ করে’।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র রেখে কালো রংয়ের একটি গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করার মাত্র দুই মাস পর তার ওপর ফের হামলা হলো। ঐ সময় তার ডান কানে সামান্য আঘাত লেগেছিল।
আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে মাত্র সাত সপ্তাহের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এদিকে পাম বীচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সন্দেহভাজন এক ব্যক্তিকে
আটক করেছি।’
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘বন্দুকধারীর হামলার পর ট্রাম্প নিরাপদে আছেন।’ এদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী শঙ্কামুক্ত থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
ট্রাম্প নিজেই তার ওয়েবসাইটে এক বনীতে বলেছেন, ‘ভয় নেই! আমি নিরাপদে এবং ভালো আছি, কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’