সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিফা প্রেসিডেন্টকে উপহার দিলেন নোরা ফাতেহি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিশেষ উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

কাতার বিশ্বকাপের ফাইনালের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাতে কাতার পৌঁছান বলিউড সুন্দরী। যাওয়ার সময় ইনফান্তিনোর জন্য নিয়ে যান উপহার।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাতের সময় সবুজ ফিতে দিয়ে মোড়ানো লাল টুকটুকে একটি বাক্স তার হাতে তুলে দেন নোরা ফাতেহি। বাক্স খুলে ইনফান্তিনো দেখেন এক জোড়া লাল জুতা।

উপহার পেয়ে ফিফা সভাপতি খুশি হয়েছেন। বলেছেন, এটি আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।

নোরা জানিয়েছেন, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

এদিকে লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হয়েছে ফাইনাল। তার আগে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে বলিউড তারকা নোরা ফাতেহি ‘লাইট দ্য স্কাই’ গানে নেচে দর্শক মাতান। তার সঙ্গে মঞ্চে ছিলেন বালকিস, রহমা রিয়াদ ও মানাল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ