রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী ঈদ চ্যারিটি বাজার অনুষ্ঠিত

ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমীতে আজ দিনব্যাপী ‘ঈদ চ্যারিটি বাজার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক নুরান ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, মন্ত্রিপরিষদ সচিবের সহধর্মিণী দীনা হক, ফোসার সভাপতি ফাহমিদা জাবীন এবং ফরেন সার্ভিস একাডেমীর রেক্টর মাশ্‌ফী বিন্তে শাম্‌স্।

পরে, প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হস্ত ও কারু পণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় করা হয়। শনিবার সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণসহ সর্বসাধারণ এই উন্মুক্ত মেলায় কেনাকাটা করেন।

উল্লেখ্য, ফোসা বছরজুড়ে বিভিন্ন উপলক্ষে নিয়মিত চ্যারিটি বাজার আয়োজন করে থাকে। মেলা হতে প্রাপ্ত অর্থ দিয়ে ফোসা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ