ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেলেন চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী এবং সাংবাদিক
আলিমুজ্জামান। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৫ প্রদান করা হলো চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি বন্ধু মুকিতমজুমদার বাবু, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, রন্ধবিদ কেকা ফেরদৌসী, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, মতিন রহমান, কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, অভিনেতা কেরামত মাওলা, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফসানা মিমি, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস এর সাবেক সভাপতি রাজু আলীম, বাচসাস এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল প্রমুখ।

কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, আমরা ফজলুল হককে পাইনি কিন্তু তার কাজ দেখেছি। শিল্পকলার আগামী দিনের কর্মসুচিতে তিনি ফজলুল হক-এর উপর নির্মিত ডকুফিল্মটি দেখাবেন বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট) এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী তার মমতাময়ী মাকে নিয়ে পুরস্কার গ্রহণ করে আলাদা মহিমা তৈরি করলেন।








