বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর

রাজধানীতে প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর চালিয়েছে আন্দোলন কারীরা। সোমবার (৫ আগস্ট) বিকাল ৫টার দিকে এ ভাঙচুর করা হয়।

জানা যায়, বেশ কিছু মানুষ দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকছিলেন। ভেতর থেকে চিৎকার, হইহুল্লোড় ও ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল।

প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও আন্দোলনকারীরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে।

এদিকে রাজধানীর বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়। কয়েকজনকে বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করতে দেখা গেছে।

এর আগে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি হেলিকপ্টারে ভারতে উদ্দেশে রওনা দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ