মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেশাগত উৎকর্ষ সাধনে খেলাধুলা অত্যন্ত জরুরি: আইজিপি

ফাইল ফটো।

পুলিশের ক্রীড়াবিদরা নৈপুণ্য প্রদর্শন করে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর পঞ্চম দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, খেলাধুলার সঙ্গে জড়িত থাকলে দেহ-মন সুস্থ থাকে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয়, যা পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে অত্যন্ত জরুরি।

প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আইজপি এদিন এসব খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সুশৃঙ্খলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান আইজিপি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সপরিবারে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ