রবিবার, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পুশইন বন্ধে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের কারণে দেশ ছেড়ে ভিারতে গিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা। এছাড়া সীমান্ত দিয়ে পুশইন ঠেকানো যাচ্ছে না, এটি বন্ধে ভারতের সঙ্গে চিঠি আদান-প্রদান হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘কনস্যুলার ম‍্যাকানিজমের মধ‍্যে একটি নিয়মে আনার চেষ্টা করা চলছে। তালিকা অনুযায়ী যাদের পেয়েছি, ফেরত দিয়েছি।’

এ সময় সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত‍্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি। নমনীয়তার কোনো সুযোগ নেই। শক্ত ভাষায় প্রতিবাদ চলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ