সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিআইবির ডিজি পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত সাংবাদিক জাফর ওয়াজেদকে আরও এক বছরের নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য পিআইবি’র মহাপরিচালক পদে তাকে এ নিয়োগ দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
আদেশে বলা হয়েছে, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ-কে তাঁর বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।‘

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জাফর ওয়াজেদ। পরবর্তীতে ২০২১ সালে আরও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ২০ এপ্রিল ছিল তার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চাকরির শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ