শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বত্য চট্টগ্রাম ও জাতিসংঘ মিশনের বীর সেনাদের সম্মাননা প্রদান করলেন সেনাপ্রধান

পার্বত্য চট্টগ্রাম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশনাল কার্যক্রমে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সেনাসদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শহিদ সেনাসদস্যদের নিকট আত্মীয়দেরকে শুভেচ্ছা উপহার প্রদান এবং কুশলাদি বিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ার, সেই প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বীর সেনাসদস্যগণ পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখার গুরুদায়িত্বে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, এই দায়িত্ব পালনকালে বিভিন্ন অপারেশনাল কর্মকান্ডে অনেক সেনাসদস্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং জীবনের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। এছাড়াও, দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। তাঁদের এ অবদান জাতি শ্রদ্ধাভরে চিরকাল স্মরণ রাখবে। সেই সাথে সেনাবাহিনী প্রধান আত্মোৎসর্গকারী সকল সেনাসদস্যদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ অনুষ্ঠানে প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি (অবঃ), সেনাবাহিনীর ঊধর্¡তন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও খেতাবপ্রাপ্ত সেনাসদস্য, শহিদ সেনাসদস্যদের নিকটাত্মীয় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজফ্ল্যাশ/ এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ