শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় পচা ডিম সংরক্ষণের দায়ে এগারোসিন্দুর কোল্ড স্টোরেজকে ৩ লাখ টাকা অর্থদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে পচা ডিম ও মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করার দায়ে এগারোসিন্দুর কোল্ড স্টোরেজকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এই বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

বিশুদ্ধ খাদ্য আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

এই সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। অভিযানে পচা ডিম ও মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ অবস্থায় পাওয়া যায়। পরে পচা ডিম ও মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করার দায়ে এগারোসিন্দুর কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এছাড়াও ১, ৯৫,৪৮০টি (এক লাখ পচানব্বই হাজার চারশত আশি) পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয়।

জনস্বার্থে এই ধরনের বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ