কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকান্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








