মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তান ক্রিকেটের পতন চলতেই থাকবে কেন বলছেন ইনজামাম

ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওযার পর হতাশ রিজওয়ান-ইমামরা। ছবি : ক্রিকইনফো

সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা সহ্য করতে হচ্ছে পাকিস্তান ক্রিকেটারদের। একের পর এক ব্যর্থতার কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ধুয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের মতো কিংবদন্তিরা। দলের বাজে পারফরম্যান্সের জন্য সকলেই দায়ী করছেন পিসিবিকে।

পিসিবি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে পাকিস্তান ক্রিকেট আগামীতে আরোও পতনের দিকে যাবে বলে মনে করেন ইনজামাম-উল-হক।

তিনি বলেছেন, ‘গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নিম্নমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।’

ঘন ঘন কোচ-ম্যানেজমেন্ট পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মনে করেন না ইনজাজাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না।

আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না।’

পারফর‌ম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেও বাবরের ওপর আস্থা রাখতে বলছেন ইনজামাম।

বারকে সেরা ক্রিকেটার সম্বোধন করে তিনি বলেছেন, ‘বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ