ঘরের মাঠে ইংল্যান্ডকে ডেকে এনে রীতিমতো অপমানই করেছিল বাংলাদেশ। দাপট দেখিয়ে টাইগাররা সিরিজ জিতেছিল ইংলিশদের বিপক্ষে। সেই দাপটটা ভারতের মাটিতেও ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ।
ইংলিশদের রানের চাকার গতি থামাতে না পারলেও ৫ উইকেট তুলে নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেছে টাইগার পেসাররা। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটের খরচায় ১২৭ রান।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানের শিকার বনে মাঠ ছাড়তে হয় ইংলিশ ওপেনার ডাওয়িড মালানকে।
শুরুর সেই ধাক্কাটা জনি বেয়ারস্টো আর হ্যারি ব্রুকসের মারকুটে ব্যাটিংয়ে চোখের পলকেই উবে যায়। ওয়ানডে মেজাজ ভুলে টি-টোয়েন্টি স্টাইলে টাইগার বোলারদের ওপর তান্ডব চালান এই দুজন।
২১ বলে ৩৪ করে বেয়ারস্টোকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে ব্রেক থ্রু আনেন ফিজ। দলীয় ৭৩ রানে হ্যারি ব্রুকসকে ফিরতে হয় হাসান মাহমুদের শিকার বনে।
নিয়মিত বিরতিতে জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের উইকেট শরিফুল ও তাসকিন আহমেদ তুলে নিলেও ইংলিশদের রানের চাকার গতি কিছুতেই কমাতে পারছিলেন না টাইগার বোলাররা।