বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পহেলা বৈশাখে হাডুডু, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতার ভিড়

বাংলা পুরাতন বছরকে বিদার আর নতুন বছরকে বরনে পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, হাডুডু, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৭ দিন ব্যাপী রয়েছে বৈশাখী মেলা। আজ রবিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি ৭ দিনব্যাপী এ বৈশাখী মেলার উদ্বোধন করেন। কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলাম’র সভাপতিত্বে বৈশাখী মেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা প্রমূখ।

সকাল ৯টায় প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের নেতৃত্বে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনের মাঠে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয় । এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। বিকেলে শহরের বিশ কানি এলাকায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, সন্ধ্যায় প্রেসক্লাবের সামনের মাঠে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এছাড়া মেলা প্রাঙ্গণে বাহারি রকমের পণ্য নিয়ে স্টলে স্টলে পসরা সাজায় ব্যবসায়ীরা। এতে ক্রেতাদের ভিড় বাড়ে মেলা প্রাঙ্গণে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ