বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পলায়নরত রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, নিহত দুই শতাধিক

ফাইল ফটো।

মিয়ানমার থেকে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের ওপর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে নারী-শিশুসহ বহু পরিবার রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

অন্তত চারজন প্রত্যক্ষদর্শী, অধিকারকর্মী ও একজন কূটনীতিক জানিয়েছেন, গত সোমবার (৫ আগস্ট) বেশ কয়েকটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিল। তখন তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত হওয়া মানুষের সংখ্যা ২০০-এর বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার ২ বছর বয়সি মেয়ে রয়েছেন।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাজ্য রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই চলছে। এই লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটলেও গত সোমবারের ঘটনাটি ছিল বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা।

রয়টার্স হামলার স্থানটি নিশ্চিত হতে পেরেছে। এটি রাখাইনের উপকূলীয় শহর মংডুর কাছেই অবস্থিত। এ হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কাদামাটির ওপর লাশের স্তূপ পড়ে আছে। তার মধ্যে মৃত ও আহত আত্মীয়দের শনাক্ত করার চেষ্টা করছে হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ