শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমপি আজীমকে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউটাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। তারা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, মরদেহ কোথায় আছে সে বিষয়ে এখনো নিশ্চিত না। তবে পুরো ঘটনা সম্পর্কে তদারকি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এই মৃত্যুর সঙ্গে ভারতীয় কেউ জড়িত নেই। আমাদের দেশেরই কেউ জড়িত। ভারতীয় সরকার আমাদের সহযোগিতা করছে। ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।

সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজীম। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ