শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি জয়ের

শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র-জনতার এক দফা দাবির প্রেক্ষিতে দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে পদত্যাগ করার সময় পাননি তাঁর মা (হাসিনা)। দেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আজ ওয়াশিংটনে থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন জয়।

জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি পদত্যাগের সময় পাননি। তিনি একটি ভাষণ দিতে এবং পদত্যাগ পত্র জমা দেওয়ার পরিকল্পনা করছিলেন। তবে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে থাকে। আমার মা জিনিসপত্র গোছানোর সময়ও পাননি। দেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আজ সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূসআজ সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস
তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদিও সেনাপ্রধান এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব।

আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে শেখ হাসিনার ছেলে জয় বলেন, “আমি নিশ্চিত, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। যদি তা না হয়, আমরা বিরোধী দল হব।”

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন অগাস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রায় তিনশ মানুষের প্রাণ যায়। ৫ অগাস্ট আন্দোলনারীদের ঢাকামুখী লংমার্চের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গিয়েছেন বলে জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ