শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন ২৬ নভেম্বর

পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৬ নভেম্বর। আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিশনের ২৫তম সভা অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই- ২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ