শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনে আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট মো.আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচন-২০২৩ এর রির্টানিং অফিসার মো: নুর কুতুবুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ঘোষণা করা যাইতেছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মো: আফজাল হোসেন, পিতা: মো: আলতাফ হোসেন, মাতা: সিতারা বেগম, গ্রাম/ রাস্তা : কচাবুনিয়া, ডাকঘর: পুকুরজানা-৮৬০০, পটুয়াখালী সদর, পটুয়াখালী-১১১ পটুয়াখালী-১ আসনে জাতীয় সংসদের সদস্য পদ বিনা প্রতিদ্বন্ধিতায় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

এ্যাডভোকেট মো.আফজাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাড. শাজাহান মিয়ার মৃত্যুতে পটুয়াখালী-১ আসনটি শুন্য হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ