বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ নিবার্চনের তৃতীয় ধাপে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আগামী ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ ১৩ মে সোমবার জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতীক প্রাপ্ত চেয়ারম্যন প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার( মোটর সাইকেল ) সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা( কাপ- পিরিচ) , জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান(আনারস) ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন – মো. হাসান সিকদার( মাইক ) , চিন্ময় বণিক(টিউবওয়েল ) , মোঃ ফারুক হোসাইন ফারুক মাস্টার (টিয়া পাখি) , মোঃ সহিদুল ইসলাম( চশমা ) , মো. দেলোয়ার হোসেন দুলাল( বই ) , মোঃ আনিচুর রহমান( উড়োজাহাজ) ও মোঃ সালাউদ্দিন হীরা( তালা )। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সোহানা হোসেন মিকি( হাস),মোসাঃ নাসিমা আক্তার( ফুটবল), কামরুন নাহার শিমুল( প্রজাপতি ) ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন( কলস ) ।

এ উপজেলায় ভোট গ্রহন ২৯ মে বুধবার। সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

প্রতীক প্রাপ্তির সাথে সাথে প্রার্থীরা প্রতীকসহ লিফলেট বিতরনের পাশাপাশি মাইকে নির্বাচনী প্রচার প্রচারনা প্রচারনা শুরু করেছেন। প্রার্থীদের গনসংযোগ অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ