শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করলেন আলতাফ হোসেন চৌধুরী


পটুয়াখালী শহরের ঝাউতলায় অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাফেজ্জী চ্যারিট্যাবল সোসাইটি অব বাংলাদেশ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ সহযোগিতায় এই ক্যাম্পটি আয়োজিত হয়।

‎​শুক্রবার আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাম্প চলাকালীন প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

‎​মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।​এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সাইফুল আজম রঞ্জু, হাফেজ্জী চ্যারিট্যাবল সোসাইটি অব বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম এবং মহাপরিচালক মো. রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎ পরিদর্শনকালে তিনি এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ কাজ। বর্তমান সময়ে নিম্নবিত্ত মানুষের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

‎​সেবা গ্রহণ করতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, “টাকার অভাবে বড় ডাক্তার দেখাতে পারছিলাম না। এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরেছি এবং ওষুধও পেয়েছি। এমন উদ্যোগ আমাদের জন্য অনেক বড় উপকার।”

‎​আয়োজক সংস্থা হাফেজ্জী চ্যারিট্যাবল সোসাইটি জানান, সাধারণ রোগের পাশাপাশি শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেছেন। আর্তমানবতার সেবায় দেশের বিভিন্ন প্রান্তে তাদের এই ধরণের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ