বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ বেলায়েত হোসেন বুলুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বসতঘর সংলগ্ন টিনের ঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এর আগে গত ১৯ জানুয়ারি ওই বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জানুয়ারি নড়াগাতী থানায় জিডি করেন ভুক্তভোগী পরিবারটি।

বেলায়েত হোসেন ওই গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের কেউই বাড়িতে থাকেন না। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে আগুনে টিন ও বাঁশ পোঁড়ার শব্দে উঠে আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ১৯ জানুয়ারিও সেখানে কে বা কারা আগুন দিয়েছিল।

মুক্তিযোদ্ধার ছেলে নুরে আলম নুহু বলেন, আমরা নিরীহ মানুষ। আমাদের কোনো শত্রু নেই। তবে একটি পক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে এবং মামলা চলমান। ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ কাগজপত্র ধ্বংস করার জন্য এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে নড়াগাতী থানার উপ পরিদর্শক (এসআই) দিবাকর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ