বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালের শক্তিশালী ভূমিকম্পে কেপেছে বাংলাদেশও

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প চীন, তিব্বত, ভূটান, ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এমনটায় জানিয়েছে সিসমোলজিস্ট। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর কাঠমুন্ডু পোস্টের।

এএনআইয়ের খবরে বলা হয়েছে, নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭.১ এবং এটি প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে, যার ফলে এটি একটি খুবই শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এটি অঞ্চলব্যাপী ব্যাপকভাবে অনুভূত হয়েছে, অনেকেই সামাজিকমাধ্যমে শক্তিশালী কম্পনের খবর শেয়ার করেছেন। তিব্বত, নেপাল (কাঠমান্ডু সহ), ভারত, ভূটান এবং বাংলাদেশের কিছু অংশে এর কম্পন অনুভূত হয়েছে।

এখনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ