রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন: যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ শুরু,আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি

সোমবার দুপুরে বনানীর জাতীয় পার্টি কার্যালয়ে ডোনাল্ড লু'র চিঠি নিয়ে যান ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

তফসিলের আগে যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সোমবার দুপুরে বনানীর জাতীয় পার্টি কার্যালয়ে ডোনাল্ড লু’র চিঠি নিয়ে যান ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে চিঠি পৌঁছে দেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। যদিও আওয়ামী লীগ বলছে, এ ধরণের কোনো চিঠি তারা পায়নি।

সংলাপের আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বিবৃতিতে দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। প্রধান রাজনৈতিক দলগুলোকে শর্তহীনভাবে সংলাপে বসার কথা বলছে।

এছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসানীতি গ্রহণ করেছে, চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে।

সোমবার দুপুরে বনানীর জাতীয় পার্টি কার্যালয়ে ডোনাল্ড লু’র চিঠি নিয়ে যান ঢাকার মার্কিন রাষ্ট্রদূত। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন পিটার হাস।

পরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, চিঠিতে আরও কয়েকটি বিষয়ের সঙ্গে শর্তহীনভাবে সংলাপে বসার কথাও উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

চুন্নু বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে- যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

এছাড়া আওয়ামী লীগ এবং বিএনপির কাছেও পিটার হাস চিঠি পৌঁছে দিয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন দূতাবাসের একটি সূত্র।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তবে রাত সোয়া নয়টার দিকে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, তারা এই ধরনের কোনো চিঠি তখনও পাননি।

এনএফ/এসএস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ