সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে শঙ্কা আছে, তবুও আশায় আছি: চুন্নু

ফাইল ফটো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবুও জাতীয় পার্টি আশায় আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার (৯ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ঋণখেলাপী নন দাবি করে চুন্নু বলেন, আমার বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য আনা হয়েছে; যার কোনো ভিওি নেই। রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে।

আসন সমোঝতা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে স্থায়ী বলতে কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে ৩০০ আসনে নির্বাচনে লড়াইয়ের ঘোষণার পর থেকে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

বেকারত্ব দূরিকরণ কর্মসূচি, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচার বন্ধ করা, উপজেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করাকে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ