শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জাপার বাবলুকে সমর্থন দিলেন জেপির প্রার্থী রুহুল

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কুড়িগ্রাম-৪ আসনের জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান বাবলুকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

সোমবার (১ জানুয়ারি) দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন জেপি (মঞ্জু) মনোনীত এ প্রার্থী।

এর আগে ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হন রুহুল আমিন। বর্তমানে তিনি ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

জেপি (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন জানান, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার পক্ষে নির্বাচনের প্রচারণা চালানো সম্ভব না। আর এ কারণেই এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান বাবলুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় তিনি তার কর্মী-সমর্থকদের লাঙ্গলের বিজয়ের জন্য জাপার পক্ষে কাজ করারও আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ