মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনের সময় নির্ভর করছে জনগণের ওপর: ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হক। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হক। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি রূপা হক।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে রূপা হক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় জানতে আগ্রহ প্রকাশ করেন। জবাবে ড. ইউনূস ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য ও নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন। তবে এটা নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার প্রত্যাশা করেন তার ওপর।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। এ সময়ে অবৈধ (ফেক) সংসদ, ফেক সংসদ সদস্য ও ফেক স্পিকার ছিল।

রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘আাগামী সাধারণ নির্বাচনের জন্য আমাদের সামনে সম্ভাব্য দুটি সময়সীমা আছে। একটি হলো ২০২৫ সালের ডিসেম্বর। অন্যটি ২০২৬ সালের মধ্যবর্তী সময়। তবে জনগণের চাহিদা অনুযায়ী সংস্কারের ওপর পুরোটাই নির্ভর করছে। এ সময়ে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের বিস্তারিত তাকে অবহিত করেন। ৫ আগস্ট পরবর্তী ‘দ্বিতীয় বাংলাদেশে’র কথা শুনে উৎসাহিত হন রূপা হক। আগামী সাধারণ নির্বাচনের সময় তিনি বাংলাদেশ সফরেরও প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির সঙ্গে একটি ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। লুৎফে সিদ্দিকি ব্রিটিশ ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এজন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে নিশ্চয়তা দেন। পরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমদে ওবে ও সভাপতি এমজি মওলা মিয়া। এ সময় বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ