শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনী যুদ্ধে ঐক্যের বিকল্প নেই : আফজাল হোসেন

‘বিএনপি জামাত গনতন্ত্রে বিশ্বাস করে না। তারা নির্বাচন ভন্ডুল করতে চায়। সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একতাবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাস্ত করতে পারে না। নির্বাচনী যুদ্ধে ঐক্যের কোন বিকল্প নেই।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বুধবার (১৮ অক্টোবর) পটুয়াখালী জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

আফজাল হোসেন বলেন, পটুয়াখালীর জন্য বঙ্গবন্ধু কন্যা যা করেছেন অতীতের কোন সরকার তা করেনি। সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে এ এলাকার জীবন যাত্রা পাল্টে গেছে। দক্ষিনাঞ্চল এখন আর অবহেলিত নয়।

তিনি বলেন, অগ্নি সন্ত্রাসী বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চায়। তাদের সকল অপতৎপরতাকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, রাজনীতি একা করার বিষয় নয়। সকলকে সাথে নিয়ে লক্ষে পৌঁছাতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের কাছে যেতে হবে। মন জয় করে নৌকার সমর্থন আদায় করতে হবে।

আফজাল হোসেন পটুয়াখালী পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে ভুমিকা রাখার জন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান ও পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ সহ জেলা পরিষদ সদস্য ও কাউন্সিলরবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ