বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ও প্রশাসনের সমন্বয় অপরিহার্য:সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় পটুয়াখালী সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৮ জানুয়ারি) বরিশাল এরিয়ার আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সফরকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করে সেনাপ্রধান বলেন, একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। এই সমন্বয়ের মাধ্যমেই জনগণের আস্থা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান। সভায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা ও সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ধৈর্যশীল ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সামান্য অসতর্কতাও নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান আরও বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়া ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের বড় দায়িত্ব, যেখানে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সফরে বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনী প্রধানের এই পরিদর্শনের ফলে মাঠপর্যায়ের প্রস্তুতি ও সমন্বয় আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ