শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিম্নচাপ: পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

গভীর স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলজুড়ে গত তিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বৈরী আবহাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দু:শ্চিন্তায় পড়েছেন চাষীরা। এদিকে গভীর স্থল নিম্নচাপের কারনে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে।

উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্র থেকে অধিকাংশ মাছ ধরা ট্রলার নিয়ে ফিরে নিরাপদে আশ্রয় নিয়েছে জেলেরা। বাকি মাছধরা ট্রলার গুলো পুকুরের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ