বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউ সুপারমার্কেটে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কাজে বিমান বাহিনী

রাজধানীর নিউ সুপারমার্কেটে (দক্ষিণ পাশের দালানের তৃতীয় তলায়) আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৫ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

এ খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ১০৮ সদস্যের একটি অগ্নি নির্বাপণ ও উদ্ধারকারী দল (৮ জন কর্মকর্তা ও ১০০ জন অন্যান্য পদবীর বিমান বাহিনী সদস্য) বিমান বাহিনী প্রধান এর নির্দেশক্রমে তাৎক্ষণিক দুইটি অগ্নি নির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আনুমানিক ৬ টা ৫০ মিনিটে উপস্থিত হয়ে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২৮ টি ইউনিট এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এছাড়াও, অগ্নি নির্বাপনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছিল বিমান বাহিনীর হেলিকপ্টার। এক সংবাদ বিজ্ঞপ্ততে আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ