বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নায়কের আপত্তিকর স্পর্শে কান্নায় ভেঙে পড়েন সুস্মিতা!

সহ-অভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা। পরিচালকও সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটেছে।

দেখতে ৩১ বছর পার। ১৯৯৪ সালের ২১ মে ব্রহ্মাণ্ডসুন্দরীর খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন। ভারতীয় হিসেবে তিনিই প্রথম এই সম্মান পেয়েছিলেন। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সুস্মিতাকে। বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন পর পর। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্বের জন্যও সর্বত্র প্রশংসিত সুস্মিতা। কিন্তু ছাড় পাননি হেনস্থার হাত থেকে। সহ-অভিনেতার হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে দাবি।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সুস্মিতা। সহ-অভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাঁকে। ২০০৬ সালে একটি ছবিতে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার। শোনা যায়, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেই অভিনেতা। তাঁর খেয়াল ছিল না, শুটিং হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী। অভিনেত্রীর দাবি ছিল, অভিনেতা তাঁকে আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছেন। যদিও সেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃত কিছু করেননি। ভুল বোঝাবুঝির কারণে সুস্মিতার এমন মনে হয়েছে।

সহ-অভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা। পরিচালকও সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটেছে। সুস্মিতাও আর এক বার বিবেচনা করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন।

এই ছবিতে অন্য এক অভিনেতার সঙ্গে চুম্বনদৃশ্য ছিল সুস্মিতার। ছবির প্রচারের সময়ে সেই অভিনেতা সব জায়গায় গিয়ে ফলাও করে বলেছিলেন, এই দৃশ্যের জন্য নাকি ৩৬টি টেক দিতে হয়েছিল তাঁদের। এর পরে ফের চটে যান সুস্মিতা। ছবির প্রচার থেকে বিরত থেকেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ