কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে দুধকুমার নদের তীররক্ষা ‘বাঁধ’ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে করে চারটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২১ জুন) ভোরে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে ‘বাঁধ’টি উপচে যায় বলে জানিয়েছেন বামনডাঙা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
চেয়ারম্যান বলেন, ‘বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নিয়োজিত ঠিকাদারের প্রতিনিধিকে জানালেও তারা কর্ণপাত করেননি। তাদের অবহেলার ফল আজকের এই দূরাবস্থা। যেভাবে পানি প্রবেশ করছে তাতে ইউনিয়নের তেলিনিরকুটি, সেনপাড়া, ধনিটারি ও মালিয়ানির কুটি গ্রাম প্লাবিত হতে পারে।’
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ওটা বাঁধ নয়, স্থানীয় একটি রাস্তা। সেটি রক্ষায় কাজ করছে পাউবো কর্তৃপক্ষ।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বামনডাঙায় আমাদের কোনও বাঁধ নেই। সেখানে আমাদের ঠিকাদার ব্লক নির্মাণের কাজ করছেন। সেজন্য নদের পাশ নিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে সেটির একটি জায়গায় প্লাবিত হয়ে পানি প্রবেশ করছে। আমরা সেটি মেরামতে কাজ করছি। আশা করছি বুধবার রাতের মধ্যে পানির প্রবাহ বন্ধ হবে।’
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিরোধমূলক কাজ শুরু করা হয়েছে জানিয়ে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন ‘বামনডাঙায় একটি বাঁধ নির্মানের প্রকল্প অনুমোদন হয়েছে। ২০২৪ সালে সেটি নির্মাণ কাজ শুরু হবে। যে স্থান দিয়ে পানি প্রবেশ করছে সেটি বাঁধ নয়, একটি স্থানীয় রাস্তা। ওই রাস্তাটিও আমরা বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে রক্ষার চেষ্টার করছি।’