শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিনন্দন

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিনন্দন
বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

গত ১৪ সেপ্টেম্বর সংগঠনের নেতারা প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় সংগঠনের সভাপতি এবং ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান, কোষাধক্ষ্য মো. আলমগীর হোসাইন এবং ঢাকা জেলা জজশিপের ভারপ্রাপ্ত বিচারক (নেজারত বিভাগ) মিটফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নারী নেত্রীদের মধ্যে ছিলেন ঢাকা জেলা জজশিপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানাসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ