শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে জানানো হয়, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলেই প্রধান নীতি সুদহার কমানো হবে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগামী ডিসেম্বরে ৭ দশমিক ২ এবং জুনে ৮ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ গত জুনে ৯ দশমিক ৮ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

গভর্নর বলেন, ‘জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে। আমরা চাচ্ছি আরও কমবে। তবে যে পর্যায়ে নিতে চাচ্ছি সে পর্যায়ে আসেনি। মূল্যস্ফীতি ৩-৫ শতাংশে আনতে চাই। তবে এটি সময়ের ব্যাপার। এ সময় যে প্রেসার আসবে তা ওভারকাম করতে হবে।

’ ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার। পাশাপাশি ব্যাংক পরিচালনায় আসবে কাঠামোগত পরিবর্তন। এমনকি যেসব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেয়ার পরও অবস্থার উন্নতি করতে পারেনি, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মুদ্রানীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর জানান, বর্তমানে দেশে ৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক। তবে আগামী অর্থবছরে তা ৫ থেকে ৬ শতাংশে পৌঁছাবে।

ডলার সংকট প্রসঙ্গে গভর্নর বলেন, ‘দেশে ডলারের কোনো ঘাটতি নেই। সরকারের সক্ষমতা রয়েছে যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী চালসহ বিভিন্ন পণ্য আমদানি করতে পারে।’ ব্যাংক খাত সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে, যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ