বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে হামলার শিকার অভিনেত্রী রোকেয়া প্রাচী​​​​​​​

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ আগস্ট জাতির জনকের মৃত্যু দিবস উপলক্ষে সেখানে মোমবাতি প্রজ্জলনের আয়োজন করেছিলেন তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী এ দিন রোকেয়া প্রাচী ধানমন্ডি ৩২ নম্বরে যান। এসময় আরো ৭০-৮০ জন সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচীর সঙ্গে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন চলাকালে ৩০-৩৫ জন যুবক উপস্থিত হয়। তাদের হাতে লাঠিসোঠা ছিল। তারা সবাইকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। পরে তাকে দ্রুত সহশিল্পীরা ধরে বাইরে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে রোকেয়া প্রাচী বলেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের উপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।’

কান্নাজড়িত কন্ঠে রোকেয়া প্রাচী বলেন, ‘যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুস্কৃতকারী নন। ’

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার এই বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী ফেসবুকে লিখেছেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’

তিনি লিখেছেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ