বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধনুটে নদী ভাঙ্গন: ভেঙে পড়ছে জীবন-জীবিকা

বগুড়া জেলার ধনুট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের আন্তঃজেলা চালুয়াবাড়ী ১নং খেয়াঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙনের কারণে সংশ্লিষ্ট এলাকা ও আশপাশের কয়েকটি উপজেলার ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে।

প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
নদী ভাঙনের সরাসরি প্রভাবে স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে চালুয়াবাড়ী ১নং খেয়াঘাট এলাকায় নৌকা যোগাযোগ ব্যাহত হওয়ায় আন্তঃজেলা পণ্য পরিবহন কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে ঘাটে পণ্যের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ঘাটের ইজারাদার ও স্থানীয় বাসিন্দারা জানান, খেয়াঘাটটি দ্রুত সংস্কার ও ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও চালুয়াবাড়ী ১নং খেয়াঘাট সংস্কারের মাধ্যমে নৌযোগাযোগ স্বাভাবিক করা হোক। তা না হলে এই অঞ্চলের অর্থনৈতিক স্থবিরতা আরও গভীর আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ