মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৯ জন। সংক্রমণ কমেছে ১ দশমিক ১৮ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল ১ দশমিক ৮২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জন। শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৮ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ