সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘দেশে খাদ্য সংকট হওয়ার মত নুন্যতম কোন সম্ভাবনা নাই’

বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন মানুষ ভোট দিতে পারছে না। আর একটা গনতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য ভোটের কোন বিকল্প নাই। এই সরকার আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে
নিয়েছে। অর্থনৈতিক অবস্থা আজকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং এই সরকারের বিদায় না হলে আগামী দিনে বাংলাদেশ তার অস্তিত্ব রক্ষায় সংকটের মুখোমুখি হতে পারে।’

আজ রোববার সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব বলেন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে
দূর্ভিক্ষ হবে। কিন্তু বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্বের স্বয়ংসম্পূর্ন দেশের মধ্যে একটি। সুতরাং আগামী দিনে দেশে খাদ্য সংকট হওয়ার মত নুন্যতম কোন সম্ভাবনা নাই। আজকে বিএনপি’র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, জনগনের দৃষ্টিকে অন্যদিকে নেয়ার জন্য সরকার কৌশলে এসব কথা বার্তা বলছে।’

উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন শিকদার’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সরোয়ার গাজী, বিশ্বাস শফিকুর রহমান টুলু, অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ প্রমূখ।

ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আ: রশিদ চুন্নু মিয়া। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে হাজী হুমায়ুন সিকদারকে সভাপতি ও অ্যাড. হাফিজুর রহমান চুন্নু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শহরে মিছিল বের করে। এবং মিছিল নিয়ে বিএনপি’র কার্যালয়ের সামনে এসে পতাকা ষ্ট্যান্ড উপড়ে ফেলে। তারা বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার চেষ্টা করে। পুলিশ বাঁধা দিয়ে তাদের দূরে সরিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ