দেশের সবচেয়ে বড় ঈদের জামাত দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ শহীদে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৭টা থেকেই মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন মাঠে। তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে প্রবেশ করানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।
নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এবারের জামাতে ৬ লাখেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। এবারে দুটি ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। এছাড়াও বিভিন্ন জেলা থেকেও এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।